বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এতে দুই ক্যাটাগরির পদ উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রথম পদ হল অ্যাক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটি পদসংখ্যা ৯ দিয়ে উল্লেখিত হয়েছে। এই পদে নিয়োগের জন্য যোগ্যতা হল কমপক্ষে স্নাতক পাস এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সাথে টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর হবে এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়সসীমা পৌঁছেছে সেই ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন স্কেল কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী হবে।
দ্বিতীয় পদ হল টেকনিশিয়ান (কম্পিউটার), পদসংখ্যা: ১। কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা সনদধারী হতে হবে এবং বয়স সর্বাধিক ৩৫ বছর হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে বেতন স্কেল কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী হবে।
যেভাবে আবেদন করবেন:
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই এই ওয়েবসাইটের (http://bscl.teletalk.com.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (http://bscl.teletalk.com.bd/docs/bscl.pdf) দেওয়া আছে। আবেদনের সময় যদি কোন সমস্যা হয় তবে আবেদনকারীরা যেকোন টেলিটক নম্বর বা ইমেল ঠিকানা (১২১–এ কল অথবা vas.query@teletalk.com.bd বা info@bscl.com.bd) ব্যবহার করে কম্পানিকে যোগাযোগ করতে পারবেন। আবেদনের ই-মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান এবং পদের নাম, ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের ফি এবং আবেদনের শেষ সময়:
আবেদন ফরম পূরণের পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর দিয়ে জমা দিতে হবে। এই ফি জমা দেওয়া যাবে এসএমএসের মাধ্যমে এবং পরীক্ষার ফির পরিমান ৫০০ টাকা হবে। আবেদনের শেষ সময় ১২ এপ্রিল ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত।