নিম্ন লিখিত লেনদেন গুলোর সনাতন পদ্ধতিতে হিসাবখাত সনাক্ত করে কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
- মি. মাসুদ মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন ২০,০০০.০০ টাকা।
- সোনালী ব্যাংকে জমা দেয়া হল ১০,০০০.০০ টাকা।
- মি. অপুর নিকট হতে মাল ক্রয় করা হল ২,০০০.০০ টাকা।
- মি. সামির নিকট মাল বিক্রয় করা হলো ৫,০০০.০০ টাকা।
- নগদ ক্রয় ২,০০০.০০ টাক।
সমাধান
ক্রমিক নং | হিসাব খাত | হিসাবের শ্রেণি | ডেবিট | ক্রেডিট | কারণ |
---|---|---|---|---|---|
১ | নগদান হিসাব মূলধন হিসাব | সম্পত্তি বাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব | ডেবিট | ক্রেডিট | সম্পত্তি আসলো সুবিধা প্রদানকারী |
২ | সোনালি ব্যাংক হিঃ নগদান হিসাব | ব্যক্তিবাচক হিসাব সম্পত্তি বাচক হিসাব | ডেবিট | ক্রেডিট | সুবিধা গ্রহণকারী সম্পত্তি চলে গেল |
৩ | ক্রয় হিসাব মি. অপু হিসাব | নামিক হিসাব ব্যক্তিবাচক হিসাব | ডেবিট | ক্রেডিট | ব্যবসায়ের খরচ সুবিধা প্রদানকারী |
৪ | মি. সামি হিসাব বিক্রয় হিসাব | ব্যক্তিবাচক হিসাব নামিক হিসাব | ডেবিট | ক্রেডিট | সুবিধা গ্রহণকারী ব্যবসায়ের আয় |
৫ | ক্রয় হিসাব নগদান হিসাব | নামিক হিসাব সম্পত্তি বাচক হিসাব | ডেবিট | ক্রেডিট | ব্যবসায়ের খরচ সম্পত্তি চলে গেল |