বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কুইক টেস্ট পর্ব ১ (বিষয়: Bangla Language and Literature) January 2, 2022January 1, 2022 by syed 2 Bangla Language and Literature Quick Test Part 1 1 / 10 ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহন করেছে- আরবি ভাষা হতে ওলন্দাজ ভাষা হতে দেশি ভাষা হতে পুর্তগিজ ভাষা হতে 2 / 10 ‘কমা’ কোথায় বসে? প্রশ্ন বোঝানোর জন্য বাক্যের মাঝখানে সম্বোধন পদের পর বাক্যের সঙ্গতির জন্য 3 / 10 একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণ করতে হলে কোন চিহ্ন ব্যবহার হয়? কমা কোলন ড্যাস দাঁড়ি 4 / 10 বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? সুকান্ত ভট্টাচার্য মাইকেল মধুসূদন দত্ত বিভূতিষূষন বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় 5 / 10 মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করেন? ১৮৫৩ সালে ১৮৬৩ সালে ১৮৩৩ সালে ১৮৪৩ সালে 6 / 10 ‘বেঙ্গল গেজেট’ কোন ভাষার সময়িকপত্র ছিল? ফরাসি ইংরেজি বাংলা হিন্দি 7 / 10 ‘কবর’ নাটকের লেখক- জসীম উদ্দীন দ্বিজেন্দ্রলাল রায় মুনীর চৌধুরী কাজী নজরুল ইসলাম 8 / 10 গুরুচন্ডালী দোষ কোনটি? মড়া দাহ শব পোড়া শবদাহ শব মড়া 9 / 10 ‘উভয় কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? বোঝার উপর শাকের আঁটি করো পৌষ মাষ, কারও সর্বনাশ সাপও মরে, লাঠিও না ভাঙে চাল না চুলো, চেঁকি না কুলোত 10 / 10 শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ মুমূর্ষু মূমূর্ষ মূমুষু Your score isThe average score is 65% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz 0 Bangla Language and Literature Quick Test Part 2 1 / 10 পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুর্বীহি সমাস হয়? সমানাধিকরণ ব্যাধিকরণ ব্যতিহার বহুব্রীহি প্রত্যয়ান্ত 2 / 10 ‘স্বাধীনতা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? স + অধীনতা স্ব + অধীনতা সু + অধীনতা শ + অধীনতা 3 / 10 গরুর শকট, মড়াদাহ, শবপোড়া- এই শব্দগুলো কোন দোষে দুষ্ট? দুর্বোধ্যতা বাহুল্য দোষে গুরুচন্ডালী দোষে রীতিসিদ্ধ অর্থবাচকতা 4 / 10 ‘তানজিলা একজন ভাগ্যবান নারী’- এ বাক্যটি যে কারণে অশুদ্ধ- লিঙ্গ উপসর্গ প্রত্যয় বিভক্তি 5 / 10 কর্তৃবাচ্যে ক্রিয়া পদ সবসময় কীসের অনুসারী হয়? কর্মের ক্রিয়ার বিধেয়ের কর্তার 6 / 10 ‘তুমি কখন এলে?’ বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে কী হবে? তোমার দ্বারা কখন আসা হলো? তোমার কখন আসা হলো? তুমি দ্বারা কখন আসা হলো? তুমি কখন আসা হলো 7 / 10 ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ? কর্মধারয় বহুর্বীহি দ্বন্দ্ব সমাস তৎপুরুষ 8 / 10 ‘উত্থাপন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উৎ + স্থাপন উথ + আপন উথঃ + পন উথ্ + পণ 9 / 10 ‘অন্তরীপ’ কোন বহুর্বীহি সমাসের সমস্ত পদ? ব্যধিকরণ বহুব্রীহি সমানাধিকরণ বহুর্বীহি প্রত্যয়ান্ত বহুব্রীহি নিপাতনে সিদ্ধ বহুর্বীহি 10 / 10 নিচের কোনটি সঠিক? অদ্যপী অদ্যাপী অদ্যপি অদ্যাপি Your score isThe average score is 0% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Next